অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Send Message

আজব ইচ্ছা

আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক'টা কিনে নেবো,
এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।
আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।
এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।
পৃথিবীর সব পাহাড় কিনে নিলে সব পাহাড় আমার হয়ে যাবে
তখন শুধু একা আমি ছাড়া আর কে ভালোবাসবে?
কিন্তু পাহাড় বিক্রি করবে কে?
এর উত্তর আমি আজও পেলাম না।
যদি পেয়ে যেতাম এতদিনে আমার নাম গিনিস বুকে লেখা থাকতো!
যা অসম্ভব তা সম্ভব করে দেখাতাম।
যা অবাস্তব তা বাস্তব করে দেখাতাম।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/১২/২০২৩
118 Total read