কতো রাজত্ব চলে গেছে আমার
পুরুষ আমি
তোমার প্রেমের মোহের বলি আমি
ফুল নই, ফল নই, না রাতের আকাশের তারা
আমি নই ভোরের সূর্য বা পূর্ণিমা চাঁদ,
আমি ব্রহ্ম তবে; হারিয়েছি আমাকেই
খুইয়েছি আমার সর্বস্ব
তোমাকে পাবো বলে- ভ্রমেছি প্রাসাদে, প্রসাদে
জলে, স্থলে, আলোতে, আঁধারে, সুঘ্রাণে, বাতাসে
সুরের মূর্ছনায় তোমাকে পাবো বলে সন্ন্যাসী আমি,
পরাজিত আমি হয়েছি বারবার
সময়ের কাছে, নীরবতার কাছে,
স্মিত হাসির অক্ষয়বৃত্তে
এখন আমার সমস্ত অস্তিত্ব ক্ষয়ে গেছে
ক্ষীণকায় এ কণ্ঠ হয়তো পৌছুবেনা
যদি কভু মনে পড়ে আমায়
প্রভাত সমীরণের স্পর্শে, গোধূলির আলিঙ্গনে,
গভীর রাতের অন্ধকারের মিত্রতায়- হয়তো তখন
হবো আমি ব্রহ্মাণ্ড স্বজন।
© মাহতাব বাঙ্গালী
অক্টোবর ২৫, ২০২৩
চট্টগ্রাম