Tapan Bagchi

23 October 1967 - / Madaripur / Bangladesh

জীবনের নৈশগাড়ি : পাঁচ - Poem by Tapan Bagchi

নিয়নমণ্ডল নেই পথের দুধারে
নিরুদ্দিষ্ট পথচলা কাগজের বুকে
একহাঁটু গোষ্ঠীবৃত্তে নিদেন আশ্রয়
নিজেরাই ভাসেডোবে নার্সিসাস-সুখে।

অরের ফাঁকে তিনি লুকোন শ্রীমুখ
গর্বে তাঁর বুক ফাটে যাই না দৈনিকে।
অঞ্চলের ভারে ঝোলে বিরাট প্রতিভা
কাব্য তাঁর আপ্তবাক্য মূল্য পাঁচসিকে।

জীবনের নৈশগাড়ি এই জৈষ্ঠ্যদিনে
যাচ্ঞা করে নিয়মিত প্রথর প্রবাহ
কিন্তু তিনি হেঁটে যান বিমুখ প্রান্তরে
নিয়মের নামে তাঁর শুধু গাত্রদাহ।

কবি এই সময়ের সাহসী অর্জুন
বিশাল প্রকৃতি তাঁর উপমার তূণ।
93 Total read