Tapan Bagchi

23 October 1967 - / Madaripur / Bangladesh

নৌকাকাণ্ড - Poem by Tapan B

দুধের পসরা কাঁধে কারা যায় যমুনার ঘাটে?
এপারে কদমতলি, বৃন্দাবন-ওপারে মথুরা।
গোকুলের গোপিনীরা একসাথে নদী পার হবে।
ওলো মাঝি, কেন এত ছোট তোর তরণীর গুড়া?

ভাঙা নায়ে হাল ধরে বসে তুই কোন ঘাটিয়াল?
শুধু তোর চোখে লাগে রাধিকার সোমত্ত শরীর-
এই পাড়ে লীলাসখী সমবেত পারের আশায়
মিলনের সুখে দোলে যমুনার জল তিরতির।

কে গো তুমি ভাণ্ড হাতে মূর্তিমতী মরণবিলাসী,
আমার হৃদয়গাঙে ঝাঁপ দাও শুভ্রা অনামিকা
ননীচোর কানু আজ দুঃসাহসী পারের কাণ্ডারী
ডোবে নৌকা, মধুভাণ্ড, ডোবে না রাধিকা।
119 Total read