Tapan Bagchi

23 October 1967 - / Madaripur / Bangladesh

ভাই-বন্ধু - Poem by Tapan

তুই ছেড়ে এসেছিস পাড়ভাঙ্গা তিতাসের কোল
আর আমি আড়িয়ালখাঁর দীপ্ত ঢেউ পাড়ি দিয়ে
দুহাতে নিয়েছি মেখে কবিতার কোমল কোরক
দু'পায়ের নিচে সর্ষে, রোদ ভেঙে সকাল বিকাল
আমরা ঘুরেছি পোড়া রাজপথ, বুড়িগঙ্গাপাড়।
আমাদের স্বপ্ন ছিল বুকের গহীন কোণে গাঁথা
চোখে ছিল অফুরন্ত ভালবাসা, অনাদায়ী প্রেম
তবু দেখ, আমাদের আজ বুঝি না-দেখাই রীতি।

খ্যাতি নয়, আমাদের কাম্য ছিল প্রকাশের সুখ
যতি নয়, আমাদের ল্য ছিল নিরন্তর দ্রুতি
আমরা ছুটেছি আজো ভিন্নপথে গন্তব্য অভেদ
দুপায়ে দলেছি নীল তৃণ, গুল্ম, বিটপীর পাতা
আমরা অদম্য আজো নিরাশ্রয়ে খুঁজি ধানতে
একদিন দুইভাই দুইবন্ধু গোলা ভরে নেব।
152 Total read