Syed Shamsul Haque

27 December 1935 - / Kurigram / Bangladesh

তুমিই শুধু তুমি - Poem by Syed Shamsul Ha

তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি।
কপালে ওই টকটকে লাল টিপ।

আমি কি আর তোমাকে ছেড়ে
কোথাও যেতে পারি?
তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ।

করতলের স্বপ্ন-আমন ধানের গন্ধ তুমি
তুমি আমার চিত্রকলার তুলি।
পদ্য লেখার ছন্দ তুমি সকল শব্দভুমি।
সন্তানের মুখে প্রথম বুলি।

বুকে তোমার দুধের নদী সংখ্যা তেরো শত।
পাহাড় থেকে সমতলে যে নামি

নতুন চরের মতো তোমার চিবুক জাগ্রত
তুমি আমার, প্রেমে তোমার আমি।

এমন তুমি রেখেছ ঘিরে এমন করে সব
যেদিকে যাই তুমিই শুধু তুমি!
অন্ধকারেও নিঃশ্বাসে পাই তোমার অনুভব,
ভোরের প্রথম আলোতেও তো তুমি!
130 Total read