যাও, যাও, দুঃখকষ্ট পিছনে ফেলিয়া
সত্যের কীর্তি তোমা করিবে অমর;
সেই এক সান্ত্বনার অমৃত লভিয়া
স্বর্গপথে দ্রুতগতি হও অগ্রসর।
কারবালার শোকদৃশ্য দেখাতে জগতে
যে বিষাদ-সিন্ধু তুমি করিলে রচনা,
পড়েনি কি তার রেখা জীবনের স্রোতে?-
লভ নাই শান্তি স্থানে অশান্তি, বেদনা?
যখন ফুটিলে তুমি জাতীয় জীবনে,
একা শতরূপে হলে বঙ্গে প্রতিভাত,
তোমারি পদাঙ্ক ধরি সাহিত্য কাননে
চলেছে স্বজাতি তব আজ শত শত!
কীর্তি সৌধ হতে পারে পলকে বিলয়,
তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়।