ধর্ম ও কর্মেরে জীবনের মাঝে
প্রতিষ্ঠিত করি আজ
জীবনের আহবে হও অগ্রসর,
নাহি তাতে কোন লাজ।
যে চেতনা থাকে একদিন জাগি,
দীর্ঘ নিদ্রা তার পরে,
সে তো আনে শুধু ঘন অবসাদ
জীবনে ঢালে অনন্ত বিষাদ
দেও তারে দূর করে।
জ্ঞান কর্মের পূজারী হইয়া
সম্মুখে চলিলে সবে,
দীর্ঘ জীবনের জড়তার রাশি
হবে, অবসান হবে।