অবশিষ্ট আধখানা চোখ
ঘোড়াঘাট আর যত গহীন জঙ্গল
নিয়ে নূজ্ঝতা চলেছে নগ্ন
মেরুদন্ডের আল থেকে আলে
বাতাস ও বুদবুদ পিশে
কুন্দরী অহো
কে আর হবে উবু এই হরিতকী জলে ...
দু'এক খানা দাঁতের ছায়া পেয়ে
নড়েচড়ে আবার ঢুকে যাই পাখিদের পাখনার তলে
ছিঁড়ে ছিঁড়ে দেখি ঘাসদের সুরুচির মূল
টেনে নিই নখমূলে উঠে আসা সুপ্রাচিন প্রকৃতি জারুল জারুল...
আমন আতরে নাক বসে যায়
তন্দ্রালু তলপেটে ডাহুকের ডাক শোনা যায়
শরীরের আঁক কষে সূচনা সময়
বেহুলা ও বিষের কথা
বড় মনে পড়ে যায়...
আধা খন্ড চোখের ভেতরে এক লাখ চোখ ও অন্তর সহ
রক্তাক্ত মেখলা সুস্পষ্ট দেখা যায় . . .