Shamim Azad

11 November 1952 / Mymensingh / Bangladesh

কম্পন - Poem by

এইযে
বর্ষাকামী এই পরীর আকার
এখনই মরুভূমে লাল লাল ঘোড়াদের পিঠে লাফিয়ে উঠবে
এক পুরাতন পাহাড়

এখানে
আকাঙ্খা বসে আছে চাঁদের চঞ্চুতে একা, নিশ্চল
পিঙ্গল প্রজাপতি গেঁড়ে আছে স্নায়ুর ওপর
ঘাড় গুঁজে শুয়ে আছে হিরার আঁচল

এদিকে
জাপিংগা জ্যোৎস্না কেঁপে কেঁপে যায়
তাবিজ ও তসবীহ ঘেরা আমার শহর আর
বলবীর্য লুপ্ত এ মাতৃপৃথিবীর গায়
181 Total read