Samudra Gupta

23 June 1946 – 19 July 2008 / Sirajganj / Bangladesh

সভা শেষ হলে - Poem by Samudra

‘তুমুল করতালির মধ্য দিয়ে সভা শেষ হলে
বক্তৃতার মধ্যেকার মিথ্যাগুলো
বাদুড়ের মতো উড়ে যায় বিভ্রান্তির অন্ধকারের দিকে
সেখানে রয়েছে স্বার্থের ডাঁসা পেয়ারা
খাবে কামড়াবে ছড়াবে ছিটকাবে আর
বাকিটা নষ্ট করবে এমনভাবে যেন
অন্য কারও আহারে রুচি না হয়

তুমুল করতালির মধ্যে দিয়ে সভা শেষ হলে
বক্তৃতার মধ্যেকার ধাপ্পাগুলো
উকুনের মতো দৌড়াতে থাকে লোভের চামড়ার দিকে
সেখানে রয়েছে এঁটে রক্তের সূক্ষ ফোয়ারা
কামড়াবে খাবলাবে আঁচড়াবে আর
চামড়ার ঘা বানাবে এমনভাবে যেন
নখ আঙুল বা চিরুনির দাঁত লাগাতেও বেদনা হয়

তুমুল করতালির মধ্য দিয়ে সভা শেষ হলে
সকলেই চলে যায় আপন গন্তব্যে, শুধু
সভাস্থলে পড়ে থাকা সত্যের লাশ দেখে
বাস্তবতা কাকের মতো ওড়ে আর হাহাকার করে
কারোই কুড়িয়ে নেবার মতো কিছুই আর থাকেনা পড়ে
118 Total read