Samudra Gupta

23 June 1946 – 19 July 2008 / Sirajganj / Bangladesh

মাছি - Poem

এইভাবে বিবাদ ও বিষাদে অন্তহীন ডুবে যাওয়া
কতদিন আর কতকাল
দ্বিধাহীন দ্বিত্বহীন একক সঞ্চারে
চেয়ারের হাতলের সাথে স্ট্যাটাসের শিকলে বাঁধা হাত
যেন চারপাশে আর কিছু নেই কেউ নেই

আমরা কি ভুলে যাবো ডুমরিয়া আত্রাই পেয়ারা বাগান
হাকালুকি শীতলক্ষার রক্তরাঙা জল
নড়াইল আর চিত্রার অবস্থান একটুয়ো না পাল্টানোর স্মৃতি কি
স্মৃতি থেকে বিস্মৃতির অতলে তলাবে

এইভাবে স্বপ্নে ও দুঃস্বপ্নে আবর্তিত হতে থাকা
কতদিন আর কতকাল
মন ও মননের অমন উত্থান কি আবার আসবে না

হাওয়াতে কান পেতে থাকি
নাকশীর্ষে জাতীয় পতাকার মতো ওড়ে মাছি
হে মাছি
স্বপ্নের দ্রুততায় পক্ষ ঘূর্ণনে শরীরে বসো না হে
এখনো মরিনি আমি বেঁচে আছি
88 Total read