কবিতার পাখি
তুমি কোনোকালেই জীববিজ্ঞানের পাখি নও
শ্বেনপক্ষী শুকপাখি গড়ুরের বংশজ তুমি
অ্যাখ্যানমর্মরে ঝরে তোমারই পালক
তুমিই তো বারবার বাকসিদ্ধ হয়েছ ছাপ্পান্ন ভোগে
একান্নবর্তী পরিবারের নিসর্গভরসা
পরিযায়ী তুমি যে দিকে যাও তোমারই অপেক্ষায়
বিষধর একমাত্র হাওয়ামোরগ
আজো শব্দ ঠুকরে খেয়ে বেঁচেবর্তে আছো