Samir Roychoudhury

1 November 1933 - / Panihati, West Bengal / India

সংস্কৃতি - Poem by Samir

ফার্নিচারের দোকানে চেয়ারের হাজিরা ছিল সরাসরি ব্যবসাদারির

খদ্দের আর দোকানদারের গজিয়ে-ওঠা দরদাম

এক অপেক্ষমাণ পণ্য

ছিল মালিকানার অন্বেষণ

অর্থময়তার তাগিদ

আটমাত্রা ছিল দোকানির

ছমাত্রা যোগ করলেন ক্রেতাবিশেষ

বেচাকেনা-কাটতি প্রথক শব্দমালার অধীন

প্রতিমূহূর্ত ক্রয়লেখায় প্রদর্শনযোগ্য

যেমন ক্যাশমেমো নেই কালানুক্রমিকতায় চেয়ারের সমর্থক

তারো আগে কাঠ শ্রম পালিশ সময় সংখ্যা

বা তোরে আগে কেবল অনিশ্চয়তায় সম্ভাবনার প্রস্ফুট

এখন এই রেস্তোঁরায় ক্যাশমেমো বলতে চা টোস্ট ওমলেট

আপ্যায়নের সাময়িকতায় বিশিষ্ট

খদ্দের খুঁজছে অথচ নিজের জন্য নয়

যেভাবে সম্ভাবনা অনিশ্চয়তায় প্রস্ফুট

যেভাবে আরামকেদারা হয়ে উঠেছিল রক্ষণকামী

স্বপ্নের চেয়ে স্মৃতি রোমন্হনে পটু

যেভাবে প্রতিমুহূর্তে জৈবিক হয়ে উঠতে চায় সাংস্কৃতিক !

হাতলওলা চেয়ারে পেয়ে বসে অহংকার
141 Total read