oviul maruf

December 3, 2007 - Habiganj,Bangladesh
Send Message

গ্রিবশহেশিব

জুম বৃষ্টি পদতলে সৃষ্টি চারিদিকে চিকমিক,

ঝড়ো হাওয়া যতো, গাছপালা তত, খুঁজছে খালি দিক ।

সমুদ্রের পাড়ে, রুদের শহরে ঝলসানো মুটো বালি,

তা দেখে নিস্তব্দ পড়ানে শিশু বাজিয়েছে তালি।

শরতের রঙ বড্ড ধুসর, আকাশে উড়ছে ঘুড়ি ,

কাশফুল গুলু হাতে নিয়ে মেয়েটি খুঁজছে নুড়ি।

লালচে রক্ত ভেজায় ভক্ত, আকাশে সাদা ধুঁয়া,

কপাল খারাপ আজ ঠাণ্ডায় হেঁটে হাত টা গেল খুয়া।

বসন্তের ডাক আসছে নির্বাক বাতাসে হেলেদুলে,

পাখি আর প্রজাপতি ডানা মেলে আজ নিবে আমায় তুলে।
38 Total read