হে শিব তোমায় বড়ো ভালোবাসি
তুমি আমার মন
তুমি আমার জীবন
তুমি আমার সখা
তুমি আমার ভালোবাসা
হে শিব তোমায় বড়ো ভালোবাসি।
হে শম্ভু তোমায় বড়ো ভালোবাসি
তুমি আমার রাজা
আমি তোমার প্রজা
তুমি আমার ভগবান
আমি করি তোমার নাম গান
হে শম্ভু তোমায় বড়ো ভালোবাসি।
হে মহাকাল তোমায় বড়ো ভালোবাসি
তুমি আমার পিতা
তুমি আমার মাতা
তুমি আমার গুরুদেব
তুমি আমার মহাদেব
হে মহাকাল তোমায় বড়ো ভালোবাসি।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/৪/২০২৫