অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Send Message

শিবকে নিয়ে লেখা কবিতা

জয় জয় জয় শিব শিব
জয় জয় জয় শিব শিব।
জয় জয় শিব শিব শিব শিব
জয় জয় শিব শিব।

জগৎ যার চরণে পড়ে
সে যে আমার ভোলানাথ।
যে নিজেই আকাশ নিজেই বাতাস
সে যে আমার ভোলানাথ।

তোমরা সবাই বলো বলো
জয় জয় শিব শঙ্কর।
যার কৃপায় হয় অসম্ভব সম্ভব
সে যে আমার মহেশ্বর।

তোমরা সবাই বলো বলো
জয় জয় শিবাপ্রিয়।
যার ইচ্ছায় হয় ঝড় বৃষ্টি
সে যে আমার গিরিপ্রিয়।

তোমরা সবাই বলো বলো
জয় জয় আদিদেব।
যে নিজেই ব্রহ্মা নিজেই বিষ্ণু
সে যে আমার মহাদেব।

তোমরা সবাই বলো বলো
জয় জয় ভুজঙ্গভূষণ।
যে নিজেই কালী নিজেই দুর্গা
সে যে আমার ভগবান।

তোমরা সবাই বলো বলো
ॐ নমঃ শিবায়।
জয় শিব শম্ভু মহাকাল
জয় জয় ভক্তবৎসল।

জয় জয় ললাটাক্ষ
জয় জয় সহস্রাক্ষ।
জয় জয় সোমনাথ অমরনাথ
জয় জয় কেদারনাথ।

জয় জয় কপর্দী
জয় জয় কবচী।
জয় জয় পশুপতি ভূতপতি
জয় জয় প্রজাপতি।

জয় জয় শিব শিব
জয় জয় শিব শিব।
জয় জয় শিব শিব শিব শিব
জয় জয় শিব শিব।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২১/১০/২০২৪
28 Total read