অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Send Message

প্রতিদিন আমরা নতুন কিছু না কিছু শিখি

প্রতিদিন আমরা নতুন কিছু না কিছু শিখি।
সেটা কথা দিয়ে কথা না রাখার শিক্ষা হতে পারে।
সেটা একাকিত্বে সময় কাটানোর শিক্ষা হতে পারে।
সেটা ভুল বোঝাবুঝির শিক্ষা হতে পারে।
সেটা অন্যায়কে মেনে নেওয়ার শিক্ষা হতে পারে।
সেটা সহ্য ক্ষমতা অর্জনের শিক্ষা হতে পারে।
সেটা সঠিক থেকে দূরে চলে যাওয়ার শিক্ষা হতে পারে।
সেটা স্বার্থপর মনের পরিচয় পাওয়ার শিক্ষা হতে পারে।
সেটা নির্দোষ হয়েও দোষী হওয়ার শিক্ষা হতে পারে।
সেটা চোখের জলে সাগর সৃষ্টির শিক্ষা হতে পারে।
সেটা ভালোবাসা শেষ হয়ে যাওয়ার শিক্ষা হতে পারে।
সেটা স্বার্থহীনভাবে কাজ করার শিক্ষা হতে পারে।
সেটা বিশ্বাস হারাবার শিক্ষা হতে পারে।
সেটা সত্যকে মিথ্যা প্রমাণের শিক্ষা হতে পারে।
সেটা পুরাতন স্মৃতিকে চর্চা করার শিক্ষা হতে পারে।
সেটা যা হারিয়ে গেছে তা না পাওয়ার শিক্ষা হতে পারে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
51 Total read