অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Send Message

মা কালীর কবিতা

আমার সব কাজ হয় ভুল
তোমার নামে ডুবে।
এ কোন ফ্যাসাদে পড়লাম আমি
তোমার প্রেমে পড়ে।

আমি আগুনে দিই হাত নির্ভয়ে
গরল করি পান সানন্দে
এ কী হলো আমার তোমার মায়ায় বিভোর হয়ে?

ঐ অভয় পদের কথা ভেবে ভেবে
যদি মরণও হয় আমার তাও মন্দ নয় সে।
মরণের পরে যেন ঠাঁই পাই ঐ অভয় পদে
অর্ঘ্যদীপের এই বাসনা পূর্ণ কোরো হে দ্বিগ্বসনা।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
101 Total read