অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Send Message

জপ জপ কালী নাম - অর্ঘ্যদীপ চক্রবর্তী

জপ জপ কালী নাম জপ জপ দুর্গা নাম
পাবে মহাসুখ এ নামেতে ||
এ নামের ভিতরে আহা কী সুখ আছে
যে জপে সে জানে রে ||

এ নামেতেই তো মায়ের ঘর আছে
মা দেয় সাড়া যে ডাকে রে ||

মাকে না ডাকলে আর কাকে ডাকবে
মা যে জগতের সার গো ||

ডাকো ডাকো মা বলে ডাকো ডাকো মা বলে
ডাকো গো শুধু মা মা বলে ||
যে কাঁদে মা বলে
মা কাঁদে তার জন্যে
এই তো মায়ের মন রে ||
44 Total read