তুমি আছ যার সাথে
ভয় নেই তার বিপদে।
তুমি বেসেছ যারে ভালো
সে আছে বড়ো ভালো।
যে করে তোমার সাধনা
সে পায় তোমার দেখা।
কোনো সাধক নই আমি
কবি আমি রচি গীতি।
তোমার কথা ভেবে ভেবে
দিন আমার যায় চলে।
কবে তোমার দেখা পাব আমি
বলে দাও হে পাবনি।
অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/১২/২০২৪