স্বরাজ স্বরাজ করিস তোরা,
স্বরাজ কি রে গাছের ফল?
অবহেলে তায় পেড়ে খাবি তোরা,
পরপদলেহী ভীরুর দল ||
ধনির দুয়ারে ধরনা দিয়ে সেবরাজ তোরা ভিক্ষা চাস,
কপট বৈরাগ্যের মুখোশ পরিয়া,
ভাইয়ের কাছে ভাই করিস ছল--
কী করে স্বরাজ মিলিবে বল ||
পারিস যদি রে হতে বীরাচারী,
সোমরস আবার করিতে পান ;
রক্তগঙ্গার পূণ্য সলিলে, পূজিতে মায়ের মুরতিখান |
রুধিরাসক্তা পানেতে মত্তা,
মা আজ ছেলের রক্ত চান--
দিতে হবে তাই মনে রাখিস ভাই,
স্বরাজ পথের যাত্রীদল ;
মরণ দিয়েই বরণ করিতে,
হইবে তোদের মুক্তিফল ||