Khalid Bin Siddiq

Send Message

বিয়ে হোক হুটহাট

বিয়ে হোক হুটহাট।
------- খালিদ বিন সিদ্দীক।

বিয়ে হোক হুটহাট - নয় কোনো ঝুটঝাট,
সতী দেহ ফিটফাট - প্রেমে কেন লুটপাট?

বিয়ে ছাড়া প্রেম নয় - বিয়ে দিয়েই হোক জয়,
প্রেমে আছে ক্ষয়-ভয় - হয়ে যাবে সব লয়।

প্রেমে যায় কমে দাম - আরো হয় বদনাম,
ফকু পেলে দুধ-আম - চাষে কেউ ফেলে ঘাম?

প্রেম যায়, প্রেম আসে - যৌবন রসে ভাসে,
কেউ নেই আর পাশে - দেখে নিও দিন শেষে।

আই লাভ ইউ নয় - উইল ইউ ম্যারি মি?
প্রেমে আছে দুর্ভোগ - দূর হোক লুচুমি।

চায় দোকা, খায় ছ্যাঁকা - হারিয়ে সব একা একা,
মন ফাঁকা, নেই টাকা - মিছে শুধু স্বপ্ন আঁকা।

বিয়ে হলে দ্বীন বলে - অনেক সুখে দিন চলে,
শয়তান নানা ছলে - দুরে রাখে বিয়ে ফেলে।

সব একা দোকা হোক - সুখী হোক সব লোক,
হোক খুব হাসি-জোক - ঠোক তোরা তালি ঠোক।

সব গৃহে মেহমান - এসে যাক নয়া প্রাণ,
বেড়ে যাক মোহ-টান - বয়ে যাক সুঘ্রাণ।
291 Total read