Kazi Nazrul Islam

24 May 1899 - 29 August 1976 / Bardhaman / India

দেশপ্রিয় নাই - Poem by Kazi Nazrul I

"দেশপ্রিয় নাই" শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি'|
আকাশে ললাট হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী||
মায়ের লাগিয়া প্রাণ দিয়া রণে মা'র কোলে মাথা রাখি'
ঘুমাতে এসেছ শ্রান্ত সেনানী, জাগায়ো না তা'রে ডাকি'!
দেশের লাগিয়া দিয়াছে সকলি, দেয়নি নিজেরে ফাঁকি,
তাহারি শুভ্র শান্ত হাসিটী অধরে রয়েছে লাগি||
স্বার্থ অর্থ বিলাস বিভব গৌরব সন্মান
মায়ের চরণে দিয়াছে সে ধীরে অকাতরে-বলিদান,
রাজ-ভিখারীর ছিল সম্বল শুধু দেহ আর প্রাণ
তাই দিয়ে দিল শেষ অঞ্জলি দানবীর বৈরাগী||
আপনার ঘরে পায়নি থাকিতে প্রিয় স্বজনের পাশে,
কাটালো জীবন রুদ্ধ ভবনে বদ্ধ প্রাচীর-গ্রাসে ;
আজ সে মুক্ত, বিধি-নিষেধের ঊর্দ্ধ্বে দাঁড়িয়ে হাসে
বন্ধন হ'ল নন্দন-ফুলহার তার ছোঁওয়া লাগি'||
দেশবন্ধুর পার্শ্বে জ্বলিছে দেশপ্রিয়ের চিতা,
এতদিন পরে বক্ষে এসেছে দুঃখের সাথী মিতা ;
ঐ সাথে জ্বলে ভারত-ভাগ্য, শোকের দীপান্বিতা,
নিভে যাবে চিতা রয়ে যাবে ধূম, চিরদিন বুকে জাগি'||
তুমি এসেছিলে হিন্দু-মুসলমানের মিলন-হেতু,
পদ্মা ও ভাগীরথীর মাঝারে তুমি বেঁধেছিলে সেতু,
দুর্দ্দিনের এ ভগ্ন দুর্গে তুমি ছিলে জয়কেতু,
ফিরিয়াছে দ্বারে দ্বারে সন্ন্যাসী ঘরে ঘরে ঘুম ভাঙি'||
এক যতীন্দ্র অযুত পরাণে ছড়ায়ে পড়েছে আজি,
জন-সমুদ্র-কল্লোলে তারি শঙ্খ উঠিবে বাজি'|
হে বীর তোমার সাধ অপূর্ণ, / মোরা যেন পারি করিতে পূর্ণ ;
মৃত্যুতীর্থ হতে এনো তুমি অমর জীবন মাগি'||
140 Total read