আজি এসেছি–আজি এসেছি, এসেছি বঁধু হে,
নিয়ে এই হাসি, রূপ, গান।
আজি আমার যা কিছু আছে,
এনেছি তোমার কাছে,
তোমায় করিতে সব দান।
আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার,
এ হার তোমার গলে দিই বঁধু উপহার,
সুধার আধার ভরি, তোমার অধরে ধরি,
কর বঁধু কর তায় পান;
আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা,
তোমাতে হউক অবসান।
ওই ভেসে আসে কুসুমিত উপবন-সৌরভম
ভেসে আসে উচ্ছলজলদলকলরব,
ভেসে আসে রাশি রাশি
জ্যোৎস্নার মৃদু হাসি,
ভেসে আসে পাপিয়ার তান;
আজি, এমন চাঁদের আলো –
মরি যদি সেও ভালো,
সে- মরণ স্বরগ সমান।
আজি তোমার চরণতলে লুটায়ে পড়িতে চাই,
তোমার জীবনতলে ডুবিয়া মরিতে চাই,
তোমার নয়নতলে শয়ন লভিব ব’লে,
আসিয়াছি তোমার নিধান;
আজি সব ভাষা সব বাক, –
নীরব হইয়া যাক,
প্রাণে শুধু মিশে থাক–প্রাণ।