ঝর্ণার কাছে মৃতদেহ !
খরস্রোতা রামতি নদীর ওপর
ভেসে যায় কতো না মৃতদেহ |
সন্দেহ নয় রে বাপু, সন্দেহ
খালি ব্যাকুলতায়
যদি প্রকৃতি মাথা ঝাঁকায় ?
- ঐ ধ্বস্ত এলাকায় !
একদা বসতি ছিল যেখানে
ইতঃস্তত বড় বড়
বেওয়ারিশ পাথর
আজ ওপড়ানো বৃক্ষের অস্তিত্ব সেখানে |
নির্ভরযোগ্য ত্রাণ কোথায় ?
ধ্বস নেমেছে পুরো ইয়েবলং এলাকায়
এদিকে ধূ ধূ শ্মশানপ্রায় -
কাঁধে ত্রিপল চালের বস্তা মাথায়
ক্কচিৎ এরকম দু'একজনকে দেখা যায়
ঝর্ণার কাছে মৃতদেহ
নাকি, ঐ কিশোর সেও
ঝর্ণার কোলে, পরম নিশ্চিন্তে ঘুমায় -