Debi Roy

Sunanda Roy] (21 November 1938 - / Hawrah / India

ভুবনগ্রাম - Poem by Debi Ro

এই রাজনীতি
যেদিন প্রথম পেয়েছিল মানুষেরা - হাতের মুঠোয় !
প্রকৃত অর্থে, সেদিন কি তারা বুঝেছিলো
মনোবাসনা ক্ষমতার
ওই সাপলুডো খেলা ?
চিরদিন এইখানে এক অপার
ব্যাপ্তির অনুভবে. দিন গুটিয়ে বেলা
যে করুণ অসহায়
পদ্মপাতায়
উড়ু উড়ু সেই মন,আটকে রাখা দায়

- ওদিকে কারও কি পড়েছিল চোখে
ভাঙা কারখানার
শেড, ছাউনি -
গজিয়ে ওঠা ঘাস পায়ের নীচে
মরচে-পড়া চিমনি !
- গেটের ওপাশে ম্রিয়মাম মুখে,
ওরা কারা ?
দেওয়ালময় বিবর্ণ রঙিন পোষ্টার !
ভূতগ্রস্তের মতো কথা বলে - ফ্যাসফেসে
স্বরে শীর্ণ ঘাড় নেড়ে হেসে হেসে !
নিজেদের দুর্বলতাকে
বেআব্রু করে রাখে !
তাদের কথায় যুক্তি আচে হয়তো -
কিন্তু বিনয় নেই !
অচলায়তনের দেওয়ালে ধাক্কা-দেওয়া, অবশ্যই
কঠিন-শক্ত কাজ, খুবই !

প্রতিযোগিতা, সর্বত্র ইঁদুর-দৌড়, অধুনা বীজমন্ত্র -
কে কাকে ল্যাং-মেরে
এগিয়ে যাবে | মনে হয়, ছিল দ্বেষ সৃষ্টির ভিতরে -
প্রথমত

- এতকাল কোথায় যে রয়েছিলাম ?

ধরা যাক, এই পৃথিবীর আরেক নাম
ভুবনগ্রাম !
139 Total read