লোকান্তরিত পিতৃদেবের সঙ্গে
বেশ খানিকটা ঠাকুর রামকৃষ্ণের
মুখের
আদল খুঁজে পাওয়া যায় |
এত বেশি এত সহজ সরল
আজকের
পৃথিবীতে - এরকম একজন মানুষকে
খুঁজে পাওয়া যাবে কি না- সন্দেহ !
১৯৭৫, ৬ই ফ্রেব্রুয়ারি সব ছেড়েছুড়ে
চলে গেলেন ! এ বছর স্নান সেরে
জপ-ধ্যানের আসনে বসে
তাঁর মুখ- মন্ত্রের শ্লোকে
হৃদয়ের জাল বোনা-
- শিকড় খোঁজা ?
যে চ ইহ পিতরো যে চ নেহা
জাংশ্চ বিদ্যুৎ যা ঊ চণন প্রবিস্তু
স্বর্গত পিতা, পূর্বপুরুষরা-
যাঁদের আমি চিনি না
সকলকে ঠিকঠাক জানিও না
প্রণাম-
প্রণাম, আপনারা আসুন- !