Debi Roy

Sunanda Roy] (21 November 1938 - / Hawrah / India

জল - P

রাজনীতি ছাপিয়ে দলমত নির্বিশেষে তৃষ্ণার্ত কন্ঠ
চায় জল !
গাঁ-গেরামে যা সোনার চেয়েও দামী !
জলস্তর অভিমানে নামতে নামতে নেমে গেছে
অতল পাতালে !
কারা সব তেতে আগুন ;
কাদের পাতে জোটে না নুন !
চোখে পড়ে, পথের দু'ধারে
কাতারে কাতারে
বালতি হাতে বহু মানুষের সুদীর্ঘ লাইন---

গ্রামের কোন সুদূর প্রান্তে কারা যেন ঠিক
রটিয়ে দেয় ‘আর্সেনিক'--- ‘ডাইন'
বিস্তীর্ণ জনপদ এখন শুখা---
উথ্বান ঘটে যায় অন্ধকারের
যে জগতের
পথ আঁকাবাঁকা !

মিনারেল ওয়াটারের বিলাসিতা নয়
গ্রামগঞ্জ চায়, গলা ভেজানোর
তৃষ্ণা মেটানোর জল |
132 Total read