কামিনী মরমে মোহর বলবান!
জীবন যৌবন ধন আনন্দ নিদান ||
শ্রাবণ মাসেতে ময়না বড় সুখ লাগু |
রিমিঝিমি বরিখয় মনে ভাব জাগু ||
ধরিত্রী বহয় ধারা রাত্রি আন্ধিয়ারী |
খেলায় বঁধুর সনে প্রেমের ধামারি ||
শ্যামল অম্বর শ্যামল খেতি |
শ্যামল দশ দিশ দিবসক জুতি ||
খেলায় বিজলি মেহু চামরের সঙ্গে |
তমসী ভীমশী নিশি রঙ্গ-বিরঙ্গে ||
শ্রাবণে সুন্দ ঋতু লহরি ওখার |
হরি বিনে কৈছনে পাইব আমি পার ||
খরতর সিন্ধুবর পবন দারুণ |
চৌগুণ বাড়িয়া যায় বিরহ আগুন ||
আকুল কামিনীকুল কামভাব-ত্রাসে |
পিয়া পাও বন্দয়ে যে রতিরস-আশে ||
জনমগদুখিনী তুই রাজার দুহিতা |
বিফল সে নাম ধর লোরের বনিতা ||
সুজন-পিরীতি জান নিত্যনব মালা |
লস্কর নায়ক-মণি জগ-উজিয়ালা ||
মালিনী কি কহব বেদনের ওর |
লোর বিনে বামহি বিধি ভেল মোর ||
শ্রাবণেতে গগনে সঘন ঝরে নীর |
তবু মোর না জুড়ায় এ তাপ শরীর ||
মদন-ঐষিক জিনি বিজলির রেহা |
তড়কয় যামিনী কাম্পয় মোর দেহা ||
না বল না বল ধাই অনুচিত বোল |
আন পুরুষ নহে লোর-সমতুল ||
লাখ পুরুষ নহে লোরক স্বরূপ |
কোথায় গোময়-কীট কোথায় মধুপ ||
গরল সদৃশ পরপুরুষের সঙ্গ |
ডংশিয়া পলায় যেন এ কাল ভুজঙ্গ ||
তাহা সনে পালিয়া যে প্রেমের অঙ্কুর |
স্থির নহে জাতি পিরীতি দুইকূল ||
বিরহ পীড়ায় ধনী জপযতি নাহা |
লস্কর নায়ক-মণি রসগুণ গাহা ||
('লোরচন্দ্রানী' থেকে নেওয়া)