Bharatchandra Ray

1712 – 1760 / Pedo-Bhurshut, Howrah / India

রতি বিলাপ - Poem by Bhara

পতি শোকে রতি কাঁদে বিনাইয়া নানা ছাঁদে
ভাসে চক্ষু জলের তরঙ্গে |
কপালে কঙ্কণ মারে রুধির বহিছে ধারে
কাম-অঙ্গ ভস্ম লেপে অঙ্গে ||
আলু-খালু কেশ-বাস ঘন ঘন বহে শ্বাস
সংসার পূরিল হাহাকার |
কোথা গেল প্রাণনাথ আমারে কর সাথ
তোমা বিনা সকলি আঁধার ||
তুমি কাম আমি রতি আমি নারী তুমি পতি
দুই অঙ্গ একই পরাণ |
প্রথমে যে প্রীতি ছিল শেষে তাহা না রহিল
পিরীতির এ নহে বিধান ||
না দেখিব সে বদন না হেরিব সে নয়ন
না শুনিব সে মধুর বাণী |
আগে মরিবেন স্বামী পশ্চাতে মরিব আমি
এত দিন ইহা নাহি জানি ||
আহা আহা হরি হরি উহু উহু মরি মরি
হায় হায় গোসাঁই গোসাঁই |
হৃদয়েতে দিতে স্থান করিতে কতেক মান
এখন দেখিতে আর নাই ||
শিব শিব শিব নাম সব বলে শিবধাম
বামদেব আমার কপালে |
যার দৃষ্টে মৃত্যু হরে তার দৃষ্টে প্রভু মরে
এমন না দেখি কোন কালে ||
শিবের কপালে রয়ে প্রভুরে আহুতি লয়ে
না জানি বাড়িল কিবা গুণ |
একের কপালে রহে আরের কপাল দহে
আগুনের কপালে আগুন ||
অনলে শরীর ঢালি তথাপি রহিল গালি
মদন মরিলে মৈল রতি |
এ দুঃখে হইতে পার উপায় না দেখি আর
মরিলেও নাহি অব্যাহতি ||
আরে নিদারুণ প্রাণ কোন পথে পতি যান
আগে যারে পথ দেখাইয়া |
চরণ-রাজীব-রাজে মনঃশিলা পাছে বাজে
হৃদে ধরি লহ রে বহিয়া ||
আরে রে মলয়-বাত তোরে হৌক বজ্রাঘাত
মরে যা রে ভ্রমরা কোকিলা |
বসন্ত অল্পাযু হও বন্ধু হইয়া বন্ধু নও
প্রভু বধি সবে পলাইলা ||
কোথা গেল সুররাজ মোর মুণ্ডে হানি বাজ
সিদ্ধ কৈলা আপনার কর্ম |
অগ্নিকুণ্ড দেহ জ্বালি আমি তাহে দেহ ঢালি
অন্তকালে কর এই ধর্ম ||
বিরহ-সন্তাপ যত অনলে কি তাপ তত
কত তাপ তপনের তাপে |
ভারত বুঝায়ে কয় কাঁদালে কি আর হয়
এই ফল বিরহীর শাপে ||
254 Total read