ছ'টা কুড়ি
ট্রেন ছেড়েছে শিলিগুড়ি |
ডিং ডং
ছাড়িয়ে গেল কার্সিয়ং |
ঝুম ঝুম
এবার বুঝি এল ঘুম |
টিং টিং
ঘুম থেকে যায় দার্জিলিং |
ইয়া ইয়া
এই কি সেই বাতাসিয়া ?
চুপ চুপ
সামনে বাতাসিয়া লুপ |
নমো নমো
বিশ্বমাঝে উচ্চতম |
বেঁকে বেঁকে
ট্রেন চলেছে বৃত্ত এঁকে |
ঘুরে ঘুরে
ট্রেন চলেছে ঘূর্ণি জুড়ে |
ওগো কাকী
ট্রেন কি ঘুমে ফিরল নাকি !
মজা খুব
ট্রেন যে হঠাত্ দিল ডুব |
লাইন তলে
নামতে থাকা লাইন চলে |
ও পারেতে
ট্রেনকে দেখি দৌড়ে যেতে |
টিং টিং
ঐ যে আসে দার্জিলিং ||
- ১৯৫৭