Achintya Kumar Sengupta

19 September 1903 - 29 January 1976 / Noakhali / Bangladesh

আজি রজনীতে - Poem by Achinty

আজি রজনীতে জানালার ধারে ফুটেছে আমার হেনা,
ওর পানে চেয়ে মনে পড়ে সেই বলেছিলে,--ভুলিবে না !
আছ কি নিদ্রাগত,
চোখের পাতায় ঘুম নেমেছে কি আমার স্নেহের মত ?
সফেনপুঞ্জা তটিনীর নীরে তুমি নবেন্দুরেখা,
দুখ-জাগানিয়া কোন্ বাঁশরীর অস্ফুট গীতলেখা !
শেষবিস্তারপান্ডুর তব স্তনকোরকের জ্যোতি,---
শিথিল শিথানে কারে মোহিয়াছো--ব্রীড়ায় বেপথুমতী !
গোপন মিলন সুখে
মৃণালমৃদল দুটি বাহু দিয়ে জড়ায়েছো কা'রে বুকে !
পল্লবরাগতাম্র অধরে কার তরে এত মধু,
কা'র করে লীলাকমল তুমি গো, কার তুমি লীলাবধূ !
তনুতট উচ্ছল
শিশিরশীতল কপোলে পড়েছে বিচূর্ণকুন্তল !
হেথায় আঁধার নেমেছে নিবিড় কাকপক্ষের মত,
মনে আনে কা'র কালো দুটি আঁখি মমতায় সন্নত !
ফুটেছে ব্যথার হেনা,---
কেন ঘুমাইলে, -- আমার মতন কেন তা'রে চিনিলে না ?
130 Total read